সারাটা জীবন খালি রাগ, অভিমান ,দুঃখ আর হতাশা নিয়েই পেরিয়ে এলুম। কিছুই পেলুম না অবশ্য তাতে। ওই লোকটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ওই সবজিওলাটা ঠকিয়েছে, ঐ বন্ধুটা টাকা ধার নিয়েও ফেরত দিচ্ছে না--এতগুলো লোক একসঙ্গে খারাপ হয়ে গেল ।মনে মনে প্রতিশোধ পরায়ণও হলুম ।শালাকে দেখে নেব ,হাতে পাই একবার।যেখানে দুর্বল পেলুম সেখানে আস্ফালন ,প্রতিপক্ষ সবল হলে আড়ালে শাপান্ত ,বাপান্ত ।এই করেই কাটিয়ে এলুম চল্লিশটা বসন্ত।কত মানুষ এই ক’বছরে বর্জন করলুম তুচ্ছাতিতুচ্ছ কারণে ,ভাবলে আজ আফশোষ হয় ।দুঃখ আর হতাশার কারণ গুলো অবশ্য আলাদা ,তাতে আমার মত নগন্য লোকের ট্যাঁ ফুঁ করবার জো নেই ।এই যেমন মাইনে বাড়ছে না , তেলের দাম কমছে না, স্ট্রীট লাইট জ্বলছে না।এই সমস্ত আরকি ।এর কোন চটজলদি সমাধান নেই, ঝগড়া করে দু'কথা শুনিয়ে মনের শান্তি নেই ।তাই রাগটা মনে মনে জমে জমে বারুদের স্তুপের মত হয়ে ওঠে।এর চেয়ে যদি এরকম হত, কাজের লোক দুদিন টানা আসছেনা, তৃতীয় দিনেই তক্কে তক্কে থেকে দু'কথা শুনিয়ে দেওয়া বা মাছওলা পচা মাছ গছিয়েছে বলে রোজ ওর দোকানের সামনে দিয়ে যাবার সময় মনে মনে গালমন্দ করে পার পেয়ে যাওয়া। বন্ধু বই ফেরত দেয়নি বলে তার নামে আর পাঁচজনের কাছে আশ মিটিয়ে নিন্দে করে নেওয়া। ঝাল ঝাড়তে পারার মত আরাম আর কোথায় আছে?এইসব রাগ ,দুঃখ যখন যথোচিত বিহিত না পেয়ে বুকের ভেতরেই ফুটতে শুরু করে ,খেতে থাকে হাড় মজ্জা, পাত্তা পাচ্ছি না কোথাও, ঠিক তখনই ভালো মানুষ বুড়ো কাগজওলার পাল্লায় গলদ ধরে ফেলে সেই জমানো বারুদের স্তুপে আগুন ধরে যায়।তারপর সে কি বীরনৃত্য ,সেকি গরিবের গলায় চেপে তান্ডবকান্ড। এইটুকুই জীবনযুদ্ধে জয়লাভ, এইটুকুই মধ্যবিত্তের মারিতং জগৎ। বাকি সবই পরাজয়, বাকি সবই অপমান ,লজ্জা আর হার মেনে নিয়ে মুখ লুকিয়ে ফেলা ।হায়রে, কেউ হারে কেউ জেতে ।পাশা উল্টে যায়।

No comments:
Post a Comment